• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হোপের আশা ঘুরে দাঁড়াবে উইন্ডিজ


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০১৮, ০৮:৫৩ পিএম
হোপের আশা ঘুরে দাঁড়াবে উইন্ডিজ

ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্ট সিরিজে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দুটি টেস্টই বাংলাদেশ জিতে নিয়েছে প্রায় আড়াই দিনে। এমন অবস্থায় যে কোনো দলেরই আত্মবিশ্বাস তলানিতে ঠেকে যাওয়ার কথা। তবু আশা করতে দোষ কী! শাই হোপও আশা ছাড়ছেন না। তাঁর ধারণা ঠিকই ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে উইন্ডিজ।

টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও ক্যারিবীয়রা পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে। ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়েছে রোভম্যান পাওয়েলকে। হোপকে আশাবাদী করে তুলছে কিছু দিন আগে ভারত সফরের অভিজ্ঞতা। সেখানে ওয়ানডে সিরিজে দারুন লড়াই করেছিল ক্যারিবীয়রা। বৃহস্পতিবার তারা প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে।

সবমিলিয়ে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতিটা ভালোই হবে বলে মনে করছেন হোপ, ‘দল বেশ ভালোভাবেই গুছিয়ে উঠছে। ভারতে কিছু ম্যাচ খেলে এসেছি আমরা। কালকে প্রস্তুতি ম্যাচে যথাসম্ভব সেরা প্রস্তুতি নিতে হবে। প্রথম ওয়ানডের আগেই আমরা আশা করি প্রস্তুত হয়ে উঠব। সামনে যে প্রতিপক্ষই আসুক, আমাদের জিততে হবে। সামনে এগিয়ে যেতে হবে। নিজেরা যা ভালো পারি, সেসব করতে হবে। যদি আমরা নিজেদের সেরাটা খেলতে পারি, আমরা জানি যে আমরা জিতব।’

হোপ মনে করেন, ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ হবে বোর্ডে রান তোলা। তিনি বলছেন, ‘ধারাবাহিকতা হলো মূল ব্যাপার। নিজেদের মেলে ধরতে হবে আমাদের। স্কোরবোর্ডে বড় রান তুলতে হবে এবং বোলারদের জন্য যথেষ্ট রান তুলে দিতে হবে। উইকেট হয়তো এখানে কিছুটা ভিন্ন, কিন্তু মূল কাজটা একই। ইনিংস যতটা সম্ভব বড় করতে হবে আমাদের।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!