• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হোয়াইটওয়াশ নিয়ে যা বললেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৯, ২০১৮, ০৫:২৪ পিএম
হোয়াইটওয়াশ নিয়ে যা বললেন সাকিব

ছবি: সংগৃহীত

ঢাকা: ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেই সফরে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চোটের কারণে প্রথমবারের মতো টাইগারদের নেতৃত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান। অপরদিকে দেশটির মূল ধারার খেলোয়াড়দের বিদ্রোহের সুবাদে ‘দ্বিতীয় সারি’র দল মাঠে নামিয়েছিল ক্যারিবীয়রা। সেই সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশ। টেস্ট সিরিজে ২-০ এবং ওয়ানডেতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ-এর স্বাদ পায় লাল সবুজের জার্সিধারীরা।

এবার নিজেদের মাঠে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। কারণ, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে এরইমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনেও এলো হোয়াইটওয়াশ প্রসঙ্গ। বিষয়টি মনে করিয়ে দিতেই বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন,  ‘সুযোগ আছে। তবে সুযোগটা কাজে লাগাতে আসলে অনেক কঠিন পরিশ্রম করতে হবে।’

সাকিব আল হাসান বলেন, ‘স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজ আরও বেশি ভালো করার চেষ্টা করবে। ওরা চেষ্টা করবে সর্বোচ্চটা দিয়ে যেন ভালো করতে পারে। জিততে পারে। তাই আমাদের জিততে হলে ওদের থেকে ভালো পারফর্ম করতে হবে। চট্টগ্রামে আমরা যেভাবে পারফর্ম করেছি তার চেয়েও ভালো করতে হবে। আমাদের নিজেদের ওপরই নিজেদের অনেক চ্যালেঞ্জ আছে। সেগুলো টপকাতে হলে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী হতে হবে।’

হোয়াইটওয়াশ নিয়ে দলের ড্রেসিংরুমে কোনও চাপ আছে কি না? জানতে চাইলে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘না, আমার মতো মনে হয় না অতিরিক্ত কোনো চাপ আছে। শেষ দুই দিনে ড্রেসিংরুমে যতটুকু থেকে দেখেছি সবাই খুব ফুরফুরে মেজাজে আছে। এবং খুব ভালো পরিস্থিতিতে আছে। ম্যাচের আগে একটা দলের যতটুকু আত্মবিশ্বাসের দরকার হয় ঠিক ততটুকুই আছে। যে কয়দিন টেস্ট চলে সে কয়দিন যেন আমরা তা ধরে রাখতে পারি।’

উল্লেখ্য, শুক্রবার (৩০ নভেম্বর) রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!