• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১ এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখানো যাবে না


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০১৯, ০৬:১৯ পিএম
১ এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখানো যাবে না

ঢাকা : আগামী ১ এপ্রিল থেকে দেশে সম্প্রচারিত বিদেশি চ্যানেলে কোনও বিজ্ঞাপন দেখানো যাবে না। একেবারে বিজ্ঞাপন ছাড়াই প্রোগ্রাম প্রচার করতে হবে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে সম্প্রচারিত বিদেশি চ্যানেল যদি ক্লিনফিড (বিজ্ঞাপন ছাড়া) না দেখানো হয়, তবে আগামী ১ এপ্রিল থেকে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

শনিবার (৩০ মার্চ) রাজধানীতে মিডিয়া মালিকদের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!