• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১ মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০১৮, ০৯:২৩ পিএম
১ মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণা

ঢাকা: এখন থেকে প্রতি বছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হবে। সোমবার (২ এপ্রিল) ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা এবং উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। 

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি জানান, দিবস হিসেবে এটি হবে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ শ্রেণি’র। গণতন্ত্র, নির্বাচন এবং ভোটার হতে তরুণ সমাজকে আকৃষ্ট করতে এই দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন তারিখে জাতীয় ভোটার দিবস পালন করে।

এনএম জিয়াউল আলম  বলেন, আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধসহ সমগ্র জনজীবনে মার্চ মাস খুবই গুরুত্বপূর্ণ বলে এই মাসে নেওয়া দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!