• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১ লাখ টাকা করে পাচ্ছে সাফজয়ী কিশোররা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৫, ২০১৮, ০৮:০৬ পিএম
১ লাখ টাকা করে পাচ্ছে সাফজয়ী কিশোররা

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: জাতীয় দলের অনুজ্জ্বল পারফরম্যান্সে বাংলাদেশের ফুটবল বাঁচিয়ে রেখেছে বয়সভিত্তিক দলগুলো। তবে মেয়েরাই সেই সাফল্যের অংশিদার ছিল। এবার তাদের সঙ্গী হলো ছেলেরাও। নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের কিশোর ফুটবলাররা। এতদিন শুধু মেয়েদের নিয়ে ভাবলেও এবার ছেলেদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ধারাবাহিক পারফরম্যান্সে দেশে বিদেশে অনেক শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। তার পুরষ্কারও পেয়েছে তারা। গণভবনে ডেকে সংবর্ধ্বনার পাশাপাশি আর্থিক পুরষ্কার ও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ গত মাসে প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ টাকা করে দিয়েছেন তিনি। তাছাড়া অনেক প্রতিষ্ঠান থেকেও আর্থিক পুরষ্কার পেয়েছে গোলাম রব্বানী ছেটনের শিষ্যরা।

তারই ধারাবাহিকতায় এবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা কিশোর ফুটবলাররাও পুরষ্কার পাচ্ছে। সাফজয়ী প্রত্যেক ফুটবলারকে ১ লাখ টাকা করে পুরস্কার দেয়া হচ্ছে। এখানেই শেষ নয়, বয়সভিত্তিক খেলোয়াড়দের ট্রায়ালের মাধ্যমে বাছাই করে তাদের সঙ্গে ৩ বছরের চুক্তি করে মাসিক বেতনের ব্যবস্থা করবে বাফুফে। সোমবার (৫ নভেম্বর) বাফুফে ভবনে সাফজয়ী কিশোরদের সংবর্ধ্বনা অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানিয়েছে বাফুফে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘সাফজয়ী কিশোর ফুটবলারদের মধ্যে থেকে বাছাই করে প্রতিভাবানদের সঙ্গে ৩ বছরের চুক্তি করে তাদের প্রতি মাসে বেতন দেয়া হবে। নেপালে জয়ী প্রত্যেক ফুটবলারকে ১ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে।’

কতজনকে চুক্তির আওতায় আনা হবে বা কত টাকা করে বেতন দেয়া হবে এমন প্রশ্নে সোহাগ বলেন, ‘চুক্তির খেলোয়াড়ের সংখ্যাটা নির্ভর করছে কোয়ালিটির উপর। আর বেতনের পরিমাণ এখনো ঠিক হয়নি।’

এর আগেও এমন ঘোষণা দেয়া হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘এবার আমাদের টাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে। ফিফার ফরোয়ার্ড প্রোগ্রাম আছে, স্পন্সর মিলবে। সরকার থেকেও আশ্বাস পাওয়া গেছে।’

প্রতিভা বাছাই প্রক্রিয়া যাতে বিতর্কমুক্ত হয়, সে জন্য এ ট্রায়াল তদারকি করবেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।

এদিকে সাফ চ্যাম্পিয়নশিপ জিততে না জিততেই কিশোর ফুটবলাররা আরও একটি টুর্নামেন্ট খেলার সুযোগ পেতে যাচ্ছে। ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর থাইল্যান্ডে আয়োজন করবে চার জাতি অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। সেখানে খেলবে বাংলাদেশের কিশোররা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!