• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১০ আগস্ট পবিত্র হজ


সোনালীনিউজ ডেস্ক জুলাই ৩০, ২০১৯, ০৯:২৪ এএম
১০ আগস্ট পবিত্র হজ

ঢাকা : মধ্যপ্রাচ্যে সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখে গেছে।  এই হিসাবে আগামী ১০ আগস্ট (৯ জিলহজ)  পবিত্র হজ অনুষ্ঠিত হবে।  এরপর আগামী ১১ আগস্ট মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সোমবার (২৯ জুলাই) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এই হিসাবে জিলহজ মাসের প্রথম দিন গণনা শুরু হবে ২ আগস্ট শুক্রবার।  সৌদি আরবের মক্কা নগরীতে আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১০ আগস্ট (শনিবার) লাখ লাখ মানুষ সমবেত হবেন।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নয়দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করেছে সৌদি স্টক এক্সচেঞ্জ। আগামী ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত সৌদি স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। তবে ১৮ আগস্ট থেকে যথারীতি আবারও সৌদি স্টক এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ পালিত হয়। সে হিসাবে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ১২ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

এএস

Wordbridge School
Link copied!