• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত সাড়ে ২৫ হাজার মানুষ


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০১৯, ০৯:৫৭ এএম
১০ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত সাড়ে ২৫ হাজার মানুষ

ঢাকা: গত ১০ বছরে (২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের এপ্রিল) সড়ক দুর্ঘটনায় ২৫ হাজার ৫২৬ জন মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১৯ হাজার ৭৬৩ জন।

বুধবার (১২ জুন) জাতীয় সংসদে বিএনপির সাংসদ হারুনুর রশীদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই তথ্য জানান।

মন্ত্রীর তথ্য অনুযায়ী সরকারি হিসাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে ৭ জন মানুষ নিহত হয়েছেন।

সংসদে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক এক সম্পূরক প্রশ্নে বলেন, এবার ঈদে ১২ দিনে ১৮৫টি দুর্ঘটনা ঘটেছে। তিনি জানতে চান সড়ক পরিবহন আইন দ্রুত কার্যকর করা হবে কি না।

এ সময় ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি দুর্ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু দুর্ঘটনার পরিসংখ্যান বিভিন্নজন বিভিন্নভাবে দেয়। এবার দুর্ঘটনার সংখ্যা ৪৬ থেকে ৬৬টি। দুর্ঘটনা এবার কম হয়েছে কিন্তু মৃত্যুর হার বেড়েছে।

ওবায়দুল কাদের বলেন, সড়কের জন্য এখন কিন্তু দুর্ঘটনা বেশি ঘটছে তা নয়। রাস্তা এখন অনেক ভালো, ইতিহাসের সবচেয়ে নিরাপদ। সবাই সচেতন হলে দুর্ঘটনা কমে আসবে।

আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা আছে, কিছু ক্ষেত্রে অবহেলাও আছে। তবে, যথাযথভাবে আইন প্রয়োগ করার জন্য প্রয়াস অব্যাহত আছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!