• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করব বলে দিলেন সৌরভ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০১৯, ০৬:৩৩ পিএম
১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করব বলে দিলেন সৌরভ

ঢাকা: সৌরভ গাঙ্গুলি ভারতীয় বোর্ডের (বিসিসিআই) সভাপতি হওয়ার পর থেকেই বাংলাদেশে খুশির জোয়ার বইছে। ভারতের সঙ্গে এবার বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরদার হবে। সচেতন ক্রিকেটমহল এমনটাই মনে করছেন। কারণটা আর কিছু নয় সৌরভ যে একজন বাঙালি। যখন খেলতেন বাংলাদেশের মানুষের মনিকোঠায় ছিলেন সৌরভ। এখনও তাই আছে। সৌরভকে এদেশের মানুষ অসম্ভব পছন্দ করেন। আর সময় সুযোগ পেলেই কলকাতার মহারাজ বাংলাদেশকেও প্রশংসায় ভরিয়ে দেন।

সেই সৌরভ বিসিসিআইয়ের মসনদে। বাংলাদেশ তো বাড়তি সুবিধা পেতেই পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে অভিনন্দন বার্তা সবার আগে পৌঁছে গিয়েছে। সামনের মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। একটি টেস্টের ভেন্যু আবার কলকাতার ইডেন গার্ডেন্স। সেই টেস্টকে রাঙাতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন ‘প্রিন্স অব কলকাতা’। বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন। ইডেনে হাজির থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রীও।

আর সৌরভ কতটা বাংলাদেশকে ভালোবাসেন সেটি তার কথা শুনলেই বোঝা যায়। বিসিসিআেইয়ের হবু সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশকে তিনি কতটা সহযোগিতা করবেন? জবাবে সৌরভ যা বললেন তা এদেশের মানুষের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে, ‘১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করব। বাংলাদেশকে সহযোগিতা না করলে আর কাকে করব। দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ আছে। আইসিসির আলোচনাতেও সহযোগিতা করতে পারি। কিছুদিন পরেই তো এখানে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। তখন বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হবে।’

সৌরভের মতে, বিশ্বকাপে বাংলাদেশ ভুগেছে বোলিংয়ের কারণে। তবে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে বলেই মনে করেন তিনি, ‘বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোমতোই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!