• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি পারাপার শুরু


রাজবাড়ী প্রতিনিধি নভেম্বর ১০, ২০১৯, ০১:০২ পিএম
১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি পারাপার শুরু

রাজবাড়ী : ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বিরূপ আবহাওয়া থাকায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।  

রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।  এর আগে শনিবার রাত ১০টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, বুলবুলের আঘাত থেকে জানমাল রক্ষার জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রোববার সকালে নৌরুটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

দুর্ঘটনা এড়াতে শনিবার দুপুর ৩ টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।  পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে লঞ্চ চলাচল শুরু করা হবে বলে জানান বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারি পরিচালক ফরিদুল ইসলাম।

অপরদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় কয়েক’শ করে যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!