• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৩ মিনিটের চার্জ দিলেই দুই দিন চলবে যে ফোন


তথ্যপযুক্তি ডেস্ক আগস্ট ৩০, ২০১৯, ০৯:৪৫ এএম
১৩ মিনিটের চার্জ দিলেই দুই দিন চলবে যে ফোন

ঢাকা: জরুরি সময় মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। দ্রুত চার্জ দিয়ে সেটি পরিবহন করে নিয়ে যাওয়ার সময় থাকে না। তাই অনেকেই সঙ্গে বাড়তি ঝামেলা হিসেবে পাওয়ার ব্যাংক কেনেন।

তবে ব্যবহারকারীর এসব ক্লেশ ও চিন্তা থেকে মুক্তি দিতে এবার এলো এমন এক প্রযুক্তি যেখানে মাত্র ১৩ মিনিট চার্জ দিলেই ব্যাটারি ফুলচার্জ হয়ে যাবে।

এমন আল্ট্রা ফাস্ট চার্জিংয়ের প্রযু্ক্তিসহ স্মার্টফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ফোনটির মডেল ভিভো নেক্স থ্রি।

এটি বাজারে এলে ফাস্ট চার্জিং প্রযুক্তিতে সবচেয়ে কম সময়ে ফুল চার্জ করে দেয়ার প্রতিযোগিতায় প্রথম হচ্ছে।

ভিভোর দাবি, বিশেষ প্রযুক্তির চার্জিং ব্যবস্থায় মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হবে ব্যাটারি। ৫ মিনিটেই হবে ৫০% চার্জ। আর ফুল চার্জ হলে এর ব্যাটারিতে প্রায় ২ দিন পর্যন্ত চার্জ থাকবে।

নতুন এই চার্জিং ব্যবস্থাকে সুপার ফ্ল্যাশচার্জ ১২০ ওয়াট বলে অভিহিত করছে ভিভো।

এই সেপ্টেম্বরে ফাস্ট চার্জিংয়ের ভিভো নেক্স থ্রি মোবাইল ফোনটি অবমুক্ত হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি ।

তারা জানায়, ফোনটিতে ৬৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকছে। তবে শুধু চার্জের দিকেই নয়, অন্য সব স্পেসিফিকেশনেও মনযোগ দেয়া হয়েছে। বিশেষকরে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর বসানো হয়েছে মোবাইলটিতে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!