• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমিন জুয়েলার্স ও হিলটন’কে দেড় লাখ টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০১৯, ০৭:২১ পিএম
আমিন জুয়েলার্স ও হিলটন’কে দেড় লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর গুলশানে হোটেল হিলটনকে এক লাখ টাকা ও আমিন জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখার দায়ে হিলটনকে এবং ফুটপাতে জেনারেটর ও অন্যান্য সামগ্রী রাখার দায়ে আমিন জুয়েলার্সকে এ জরিমানা করা হয়।

রবিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গুলশান এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া জানান, আইন ভঙ্গ করে ব্যবসা করায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ডিএনসিসির এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানের সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ডিনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে রাস্তা ও ফুটপাত থেকে ২০০টিরও বেশি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। হোটেল হিলটনকে এক লাখ টাকা ও আমিন জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!