• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৫ দিনপর বাদশাহর মরদেহ ফেরত দিল বিএসএফ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০২০, ১২:৪৪ পিএম
১৫ দিনপর বাদশাহর মরদেহ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ : অবশেষে দীর্ঘ ১৫ দিন পর উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকূপি সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের গুলিতে নিহত বাদশাহর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নিকট মরদেহটি হস্তান্তর করা হয়।

মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, গত ৫ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাদশাসহ আরও কয়েকজন ভারতে গরু আনতে যায়। কিন্তু কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশ করলে দেশটির গোপালনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এসময় বাদশাহ গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যায়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। বিষয়টি জানার পর এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে বিজিবির পক্ষ থেকে চিঠি দেয়া হয় এবং পরবর্তীতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে সোমবার সন্ধ্যায় মরদেহ ফেরত দিলে শিবগঞ্জ থানা পুলিশের মাধ্যমে বাদশাহর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

সোনালীনিউজ/এসজেডি/এএস

Wordbridge School
Link copied!