• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৫ দিনের কোয়ারেন্টাইনে যাচ্ছেন নেইমার


ক্রীড়া ডেস্ক জুন ১৪, ২০২০, ০২:২৭ পিএম
১৫ দিনের কোয়ারেন্টাইনে যাচ্ছেন নেইমার

ঢাকা: সফর স্থগিতাদেশ শিথিল করায়, আগামী সপ্তাহে ফ্রান্সে ফিরছেন নেইমার। তবে নিজ ক্লাব পিএসজিতে যোগ দেয়ার আগে ফরাসি সরকারের নির্দেশে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।

এদিকে ইতালিয়ান সরকার হাঁটছে উল্টো পথে। ঘরোয়া লিগ সামনে রেখে ফুটবলারদের কোয়ারেন্টাইনে বাধ্যবাধকতা রাখছেনা তারা।

লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোরা মাঠে ফিরেছেন। প্রিয় তারকার ফেরার অপেক্ষায় নেইমার ভক্তরাও। ফ্রান্সে পেশাদার ফুটবল লিগ সমাপ্ত ঘোষণা হলেও বাকি আছে চ্যাম্পিয়ন্স লিগ।

ফরাসি সরকারের সফর স্থগিতাদেশ তুলে নেয়ার ঘোষণায়, সেদেশে যেতে আর বাধা নেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের। তবে, ক্লাব পিএসজিতে এখনই যোগ দিতে পারবেন না তিনি। ফ্রান্সে ফিরে বাধ্যতামূলক ১৫ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। চ্যাম্পিয়ন্স লিগের জন্য শিগগিরই অনুশীলন শুরু করবে পিএসজি। পরিকল্পনা ছিলো, ২১ জুন ফ্রান্সে পৌঁছে পরদিনই যোগ দেবেন ক্লাবে। কিন্তু, ফ্রেঞ্চ সরকারের কড়া নিয়মের মাঝে তা কিছুটা বিলম্বিতই হবে।

তবে ইতালির সরকার অতোটা কঠোর হচ্ছেনা। ২০ জুন মাঠে ফিরবে ইতালিয়ান প্রিমিয়ার লিগ ফুটবল সিরি আ। লিগ সামনে রেখে বিদেশি অনেক ফুটবলারই দেশটিতে ফিরতে শুরু করেছেন।

এ অবস্থায় দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম মানতে গেলে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেই পাবেনা দলগুলো। তাই এ নিয়ম শিথিল করতে অনুরোধ জানিয়েছিলো সিরি আ কর্তৃপক্ষ। সেটি মেনেও নিয়েছে গুইসেপ্পে কন্তে সরকার। করোনা আক্রান্ত আর উপসর্গ আছে, এমন খেলোয়াড় ছাড়া আর কারও জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করছেনা তারা।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!