• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ কোটি মানুষকে আকৃষ্ট করতে হবে : ইনু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০১৬, ০৮:৩৪ পিএম
১৬ কোটি মানুষকে আকৃষ্ট করতে হবে : ইনু

গাজীপুর প্রতিনিধি
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০১৬ সালকে সরকার পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছে। এই পর্যটন সালকে সফল করতে হলে আমাদের দেশের ভিতরে যে ১৬ কোটি মানুষ রয়েছে তাদের পর্যটনের প্রতি আকৃষ্ট করা দরকার। দেশের মানুষ যদি পর্যটনে আকৃষ্ট হয়, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুড়ে দেখে, বিনোদন কেন্দ্রে যান তাহলে তা দেখে বিদেশিরাও আকৃষ্ট হবেন।

তিনি বলেন, আগে দেশের মানুষকে পর্যটনে আকৃষ্ট করা এবং একই সঙ্গে বিভিন্ন উন্নত মানের পর্যটন কেন্দ্র, বিশ্রাম কেন্দ্র, বিনোদন কেন্দ্র গড়ে তোলার মধ্য দিয়ে কর্মমুখী মানুষকে সজীব রাখার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে।

শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বান্দাবাড়ী এলাকায় ঢাকা রিসোর্ট নামে একটি রিসোর্ট ও বিনোদন কেন্দ্র উদ্বোধন এবং তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক বনভোজনে সাংবাদিকদের এসব কথা বলেন।
 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সচিব মরতুজা আহমদ ও ঢাকা রিসোর্টের চেয়ারম্যান ও  ব্যবস্থাপনা পরিচালক মো. এমারত হোসেন সোহাগ। পার্কে আগতরা দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!