• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৭ আগস্ট থেকে খুলছে কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো


কক্সবাজার প্রতিনিধি আগস্ট ৬, ২০২০, ১২:১৯ পিএম
১৭ আগস্ট থেকে খুলছে কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো

কক্সবাজার: ৪ মাসের বেশি সময় পর ১৭ আগস্ট থেকে সীমিত পরিসরে খুলছে কক্সবাজারের পর্যটনকেন্দ্রগুলো। বুধবার রাতে জুম কনফারেন্সের মাধ্যমে আয়োজিত জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক জানান, পরীক্ষামূলক ভাবে ১৭ আগস্ট থেকে হোটেল-মোটেল, রেষ্টুরেন্ট বিনোদন কেন্দ্রসহ পর্যটন শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি ও শারিরীক দূরত্ব মেনে চলতে হবে।

করোনার কারণে ২৬ মার্চ থেকে কক্সবাজারের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়। এদিকে ঈদের পর পর্যটকে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। প্রতিদিনই সৈকতে ভিড় জমাচ্ছে হাজারো পর্যটক। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!