• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৭৫ কেজি পেঁয়াজ ভেজে গিনেজ বুকে বাংলাদেশি


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ৫, ২০২০, ১২:১৯ পিএম
১৭৫ কেজি পেঁয়াজ ভেজে গিনেজ বুকে বাংলাদেশি

ঢাকা : বাংলাদেশের শেফ আলি খান। যুক্তরাজ্যের লন্ডন মুসলিম সেন্টারের গ্রাউন্ড ফোরসংলগ্ন কিচেনে কাজ করেন। তাঁর সঙ্গে কাজ করেন ২৫ জন রাঁধুনী। তারা সবাই মিলে পেঁয়াজ ভাজিতে করেছেন বিশ্ব রেকর্ড। যার মাধ্যমে স্থান করেনিয়েছেন গিনেজ বুক অব ওয়ার্ল্ডে।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ মঙ্গলবার) যুক্তরাজ্যের লন্ডন মুসলিম সেন্টারের গ্রাউন্ড ফোরসংলগ্ন কিচেনে ১৭৫ কেজি পেঁয়াজ ভাজি তৈরি করেন শেফ আলি খান। এ কাজে এই ২৬ জন শেফের সময় লাগে ৮ ঘণ্টারও বেশি।

এর আগে এ রেকর্ডটি ছিল কলিন বার্ট নামের এক শেফের। ২০১১ সালে কলিন বার্ট ব্রার্ডফোর্ড কলেজের ছাত্রদের নিয়ে ১০২ কেজি ওজনের পেঁয়াজ ভাজি করে বিশ্ব রেকর্ড করেছিলেন। প্রসঙ্গত, লন্ডনে ইন্ডিয়ান রেস্তোরাঁ নামের সবগুলোর মালিকই বাংলাদেশি। এসব রেস্তোরাঁর কর্মীও বাংলাদেশি। এসব রেস্তোরাঁর জনপ্রিয় ডিশগুলোর অন্যতম হচ্ছে পেঁয়াজ ভাজি। 

বিশ্বের বৃহত্তম এই পেঁয়াজ ভাজি বিক্রি করে অর্জিত অর্থ ইস্ট লন্ডন মসজিদের ফান্ডে জমা করা হবে বলে জানা গেছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!