• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০২০ সালেই আসছে ৫জি ইন্টারনেট


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৯, ০৯:৩৩ এএম
২০২০ সালেই আসছে ৫জি ইন্টারনেট

ঢাকা: আগামী ২০২০ সালে সরকার মোবাইল অপারেটরগুলোকে ৫জি এর জন্য লাইসেন্স প্রদান শুরু করবে। এ বছরই দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ৫জি (ফিফথ জেনারেশন) ডেটা সেবা পাবেন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন- বিটিআরসি’র কমিশনার আমিনুল হাসান এ তথ্য জানান।

বুধবার (১৬ জানুয়ারি) বিটিআরসি কার্যালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ- টিআরএনবি`র সদস্যদের সঙ্গে এক সভায় কমিশনার বলেন, ২০২০ সালে সরকার মোবাইল অপারেটরগুলোকে ৫জি এর জন্য লাইসেন্স প্রদান শুরু করবে। আগামী বছর থেকে নির্বিঘ্ন ৫জি সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরগুলোকে অনেক কাজ সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১৯ ফেব্রুয়ারি সরকার গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটককে ৪জি লাইসেন্স প্রদান করার মধ্য দিয়ে দেশে চতুর্থ জেনারেশনের ডেটা সেবা যুগের সূচনা করে।

৪জি সেবা চালু হওয়ার পর থেকে দেশে মোট ১ কোটি ১৭ লাখ মোবাইল ব্যবহারকারী এই সেবা গ্রহণ করছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!