• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২২ গজে মুশফিকের আরেক ইতিহাস


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৮, ০৬:৫৯ পিএম
২২ গজে মুশফিকের আরেক ইতিহাস

ঢাকা : ইতিহাস নিয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া মুশফিকুর রহীম ২২ গজে আরেক ইতিহাস গড়লেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। ২০১৩ সালের মার্চে গল টেস্টের পর আবারও ‘ডাবলে’র দেখা পেলেন মুশফিক।  তিনি বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবেই শুধু নন, টেস্ট ক্রিকেটে প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করলেন। স্বীকৃত উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে মাত্র আটজনের আছে টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড।

এ তালিকায় আছেন ইমতিয়াজ আহমেদ, অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট, তসলিম আরিফ, ব্রেন্ডন কুরুপ্পু ও মুশফিক। সোমবার আরেকটি ডাবল সেঞ্চুরি করে মুশফিক নিজেকে নিয়ে গেলেন এই তালিকার সবার ওপরে।

তবে সাঙ্গাকারাকে নিয়ে একটা বিভ্রান্তি হতে পারে। লঙ্কান সাবেক অধিনায়কের টেস্টে ডাবল সেঞ্চুরি আছে ১১টি। এর মধ্যে তিনি একটি করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। এদিন টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটাও নিজের করে নিয়েছেন মুশফিক। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২১৭ রানের রেকর্ডটা ছিল সাকিব আল হাসানের।

উইকেটরক্ষক ব্যাটসম্যানদের ডাবল সেঞ্চুরি :
খেলোয়াড়               দল            রান    প্রতিপক্ষ             বছর
অ্যান্ডি ফ্লাওয়ার        জিম্বাবুয়ে    ২৩২*    ভারত              ২০০০
কুমার সাঙ্গাকারা       শ্রীলঙ্কা       ২৩০    পাকিস্তান           ২০০২
মহেন্দ্র সিং ধোনি        ভারত       ২২৪    অস্ট্রেলিয়া          ২০১৩
মুশফিকুর রহিম        বাংলাদেশ    ২১৯*    জিম্বাবুয়ে         ২০১৮
তাসলিম আরিফ        পাকিস্তান    ২১০*    অস্ট্রেলিয়া        ১৯৮০
ইমতিয়াজ আহমেদ     পাকিস্তান    ২০৯    নিউজিল্যান্ড      ১৯৫৫
অ্যাডাম গিলক্রিষ্ট       অস্ট্রেলিয়া   ২০৪*    দক্ষিণ আফ্রিকা  ২০০২
ব্রেন্ডন কুরুপ্পু             শ্রীলঙ্কা       ২০১*    নিউজিল্যান্ড     ১৯৮৭
মুশফিকুর রহিম          বাংলাদেশ   ২০০    শ্রীলঙ্কা              ২০১৩

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!