• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২২ মার্চ পবিত্র শবে মেরাজ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০৮:৩১ পিএম
২২ মার্চ পবিত্র শবে মেরাজ

ফাইল ছবি

ঢাকা: আগামী ২২ মার্চ দিবাগত রাতে বাংলাদেশে ইসলাম ধর্মানুসারীরা শবে মেরাজ পালন করবেন, সে অনুসারে ২৩ মার্চ থাকবে ঐচ্ছিক ছুটি। রজব মাসের চাঁদ সোমবার দেখা না দেওয়ায় ২২ মার্চ দিবাগত রাতে বাংলাদেশে ইসলাম ধর্মানুসারীরা শবে মেরাজ। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, আজ (সোমবার) বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারা দেশে সরে মেরাজ পালিত হবে।

২২ মেরাজ মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। সারাবিশ্বের মুসলমানরা এই রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকে। কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাতটি কাটান মুসলমানরা। 

এদিকে, শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!