• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২২ সোনা জয়ী স্পেশাল অলিম্পিক দলকে বরন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৩, ২০১৯, ০৬:৩৫ পিএম
২২ সোনা জয়ী স্পেশাল অলিম্পিক দলকে বরন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক্স গেমসে ২২টি সোনা, ১০টি রুপা এবং ৬টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধীরা। বিশ্বের ১৯০টি দেশের সাত হাজার অ্যাথলেটের সঙ্গে ১১টি ইভেন্টে অংশ নিয়ে এই পদক জিতেছে লাল সবুজের দল। দেশে ফিরে ফুলেল শুভেচ্ছা পেয়েছে বাংলাদেশের স্পেশাল অলিম্পিক্স দল।

শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘স্পেশাল অলিম্পিক দলের এই সাফল্যে আমি আনন্দিত ও গর্বিত। প্রতিযোগিতায় আমাদের ছেলে-মেয়েরা অসামান্য নৈপূণ্য প্রদর্শণ করেছেন, যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতে এই ক্রীড়াবিদরা আরো ভালো ফলাফল অর্জন করতে পারবে।’ অচিরেই এই খেলোয়াড়দের উন্নত ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী।

এবারের স্পেশাল অলিম্পিক্সে ১৬০ দেশের ৭ হজারের মতো অ্যাথলেট অংশ নিয়েছেন। বাংলাদেশ এ প্রতিযোগিতায় ১১ ডিসিপ্লিনে অংশ নিয়েছিল।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!