• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় করোনায় ৩৯ মৃত্যু, শনাক্ত ৩০৯৯


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৩, ২০২০, ০২:৪৬ পিএম
২৪ ঘণ্টায় করোনায় ৩৯ মৃত্যু, শনাক্ত ৩০৯৯

ফাইল ছবি

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৩৯১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৯ জন। এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ১,৮৬,৮৯৪ জন।

সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১২,৪২৩ টি। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন- ৪,৭০৩ জন।নতুন ৪,৭০৩ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ৯৮,৩১৭ জন। 

বুলেটিনে বরাবরের মতোই ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

করোনাভাইরাস গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে । গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৩০ লাখ ৪৯ হাজারের বেশি। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৭২ হাজার প্রায়। তবে প্রায় ৭৬ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!