• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় ভারতে ২৭ হাজারের বেশি আক্রান্ত


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১১, ২০২০, ১১:০৭ এএম
২৪ ঘণ্টায় ভারতে ২৭ হাজারের বেশি আক্রান্ত

ঢাকা : ভারতে আবার এক দিনে করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ হলো। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৭ হাজার ১১৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশটিতে মহামারি শুরুর পর প্রথমবার এক দিনে ২৭ হাজারের বেশি কোভিড-১৯ রোগী পাওয়া গেলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট আক্রান্ত বেড়ে হলো ৮ লাখ ২০ হাজার ৯১৬ জন।

একই সময়ে আরও ৫১৯ জনের মৃত্যু হয়েছে করোনার কারণে। তাতে ভারতে মোট প্রাণহানি বেড়ে ২২ হাজার ১২৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৭৩ করোনা রোগী, মোট ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জন। বর্তমানে ২ লাখ ৮২ হাজার ৪০৭ জন রোগী সক্রিয়।

ভারতে সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্র রাজ্যে, রেকর্ড প্রায় ৮ হাজার রোগী শনাক্ত হয়েছে। ২ লাখ ৩৮ হাজার ৪৬১ জনের করোনা পজিটিভ হয়েছে। ২২৬ জনের মৃত্যুতে রাজ্যটিতে প্রাণহানি বেড়ে ১০ হাজারের মতো।

গতকাল শুক্রবার ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮ লাখ অতিক্রম করে। সাত লাখ থেকে আট লাখ হতে মাত্র চার দিন সময় লাগলো। আক্রান্ত যে কতটা লাফিয়ে বাড়ছে তা বোঝা যাবে আরেকটি পরিসংখ্যানে। ভারতে এক লাখ রোগী শনাক্ত হয়েছিল ১১০ দিনে, তা ৮ লাখ ছাড়াতে লেগেছে মাত্র ৫২ দিন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!