• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২৪ বছর পর বাংলাদেশে ফিরেই দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২০, ১২:১২ পিএম
২৪ বছর পর বাংলাদেশে ফিরেই দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী

ঢাকা : যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের আশায় ২৪ বছর কাটিয়ে দিয়েছিলেন রুহুল আমিন। সেই গ্রিন কার্ড পেয়ে দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু ঘরে ফিরতে পারেননি। দেশে ফেরার ব্যাপারে বেশ রোমাঞ্চিত ছিলেন রুহুল।

ফেসবুকে লিখেছিলেন, ‘২৪ বছর পর বাংলাদেশে যাচ্ছি’। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিতে এসেছিলেন বাবা-মা ও স্বজনরা। নিজের বাড়ি সিলেটে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান রুহুল। বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগিবাজার খশির নামনগর গ্রামের আলিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় রুহুলের পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকামুখী ট্রাকের ধাক্কায় রুহুল আমিনদের বহনকারী হাইয়েস গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আমেরিকা রুহুল।

নিহতের স্বজনরা জানান, নাগরিকত্বের আশায় রুহুল আমিনের ২৪টি বছর কেটেছে আমেরিকায়। অবশেষে নাগরিকত্ব পেয়ে দেশেও ফিরেছেন। কিন্তু জন্মমাটি সিলেটের বিয়ানীবাজারে ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের চোখের সামনেই প্রাণ হারান তিনি।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!