• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৪৬ রান দিয়ে মিরাজের রেকর্ড, নিউজিল্যান্ডের অন্য ইতিহাস


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২, ২০১৯, ১২:৫৫ পিএম
২৪৬ রান দিয়ে মিরাজের রেকর্ড, নিউজিল্যান্ডের অন্য ইতিহাস

ঢাকা : নিউজিল্যান্ড তাদের ক্রিকেট ইতিহাসেই একটা অন্যরকম রেকর্ড গড়ে ফেলেছে। টেস্টের কোনো ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এই কাজটি করার পরই কিউইরা ৭ উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করেছে।

ইতিহাসে এবারই প্রথম ৭০০ বা তার বেশি রান পেল নিউজিল্যান্ড। এর আগে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে কিউইরা ৬৯০ রান তুলেছিল।

অপ্রত্যাশিত এক রেকর্ডের মালিক হয়েছেন মেহেদী হাসান মিরাজ। খরুচে এই স্পিনার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯ ওভার বল করে দিয়েছেন ২৪৬ রান। এর আগে এক ইনিংসে এত রান বাংলাদেশের কোনো বোলারই দেননি।

তাইজুল ইসলাম ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৬৭.৩ ওভারে দিয়েছিলেন ২১৯ রান। সেই ম্যাচে শ্রীলঙ্কা এক ইনিংসে  তোলে ৯ উইকেটে ৭১৩ রান। শনিবার হ্যামিল্টনে কিউইরা তুলল এরচেয়ে ২ রান বেশি।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের বিশ্বরেকর্ডে ছয় নম্বরে অবস্থান করছেন মিরাজ।  ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ৮৭ ওভারে দেন ২৯৮ রান দেন চাক ফ্লিটউড-স্মিথ। এই রেকর্ড ভাঙতে পারেননি কেউই। এরপর ১৯৯৭ সালে ভারতের রাজেশ চৌহান শ্রীলঙ্কার বিপক্ষে ৭৮ ওভারে দেন ২৭৬ রান।

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর শ্রীলঙ্কার। ২০১৪ সালে ৬ উইকেটে তারা তুলেছিল ৭৩০ রান।

শনিবার নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক কেন উইলিয়ামসন তুলে নিলেন ২০ তম টেস্ট সেঞ্চুরি। এদিনই দেশের ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টেস্টে স্পর্শ করেন ৬০০০ রান। ১২৬ ইনিংসে এই মাইলফলকে পা রাখেন তিনি। এর আগে রস টেলর ১৪৫ ইনিংসের ছয় হাজারি ক্লাবে যোগ দেন।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!