• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২৮০ বছর ডাকসু বন্ধ থাকুক, তবুও শিবির নিয়ে শপথ নয়


ফেসবুক থেকে ডেস্ক মার্চ ১২, ২০১৯, ০১:৫৮ পিএম
২৮০ বছর ডাকসু বন্ধ থাকুক, তবুও শিবির নিয়ে শপথ নয়

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ প্যানেলের নুরুল হক নুর।

এদিকে ডাকসুর এই নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুতে নির্বাচিতদের উদ্দেশ্য করে বলেন- জামাত শিবিরকে সাথে নিয়ে ছাত্রসংসদের শপথ নিয়োনা। প্রয়োজন হলে ২৮ বছর না আরও ২৮০ বছর ডাকসু বন্ধ থাকুক।

তিনি তার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন। পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো।

“হতে পারে শোভনকে তুমি কম পছন্দ করো কিন্তু শোভন কিন্তু ছাত্রলীগের চেয়ার এবং তোমাদের মিছিলের সাথী।

ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুতে নির্বাচিতদের বলবো জামাত শিবিরকে সাথে নিয়ে ছাত্রসংসদের শপথ নিয়োনা। প্রয়োজন হলে ২৮ বছর না আরও ২৮০ বছর ডাকসু বন্ধ থাকুক।

প্রানের ক্যাম্পাসের নেতৃত্ব ঐ সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে থাকবে এটা হতে পারেনা। বঙ্গবন্ধুর রক্ত এবং আদর্শের সাথে বেঈমানী করোনা।”


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!