• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩ উইকেট হারিয়ে চরম বিপাকে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৫, ২০২০, ০৩:৩৭ পিএম
৩ উইকেট হারিয়ে চরম বিপাকে বাংলাদেশ

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে সফরকারীরা। শনিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাট করতে নেমে প্রথমে ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৫ রানে আউট হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তিনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মেহেদি হাসান। ৪.২ ওভারে দলীয় ২২ রানে ফেরেন তিনি।  এরপর ক্রিজে আসেন লিটন দাস। ১৪ বলে ৮ রান করে শাদাব খানের এলভির ফাঁদে পড়ে তিনিও ফিরে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান।

এদিকে, প্রথম ম্যাচে হারের পর দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিথুন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে পাকিস্তান। ১১ ম্যাচের মধ্যে ৯টিই জিতেছে তারা। ২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। এক যুগ আগের সেই ম্যাচে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে (১০২ রানে) পরাজিত হয়েছিল টাইগাররা।

পাকিস্তান একাদশ: এহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক ব্যাটসম্যান), শাদাব খান, হ্যারিস রউফ, শাহীন আফ্রিদী, মোহাম্মদ হাসনাইন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!