• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩ দিন ধরে কর্ণফুলী নদীতে ফেলে হচ্ছে বস্তা বস্তা পেঁয়াজ


চট্টগ্রাম প্রতিনিধি নভেম্বর ১৬, ২০১৯, ০৪:০৭ পিএম
৩ দিন ধরে কর্ণফুলী নদীতে ফেলে হচ্ছে বস্তা বস্তা পেঁয়াজ

চট্টগ্রাম : পেঁয়াজের জন্য সারাদেশ যখন হাহাকার তখন কর্ণফুলী নদীতে ফেলে হচ্ছে বস্তা বস্তা পেঁয়াজ। দেশে বাজার যেখানে লাগামহীন, সেখানে বন্দরনগরী চট্টগ্রামে পচে যাওয়া বস্তা বস্তা পেঁয়াজ ফেলে দেয়া হচ্ছে কর্ণফুলী নদীতে।

আর এটি গত ৩ দিন ধরেই চলছে। মূলত বেশি দামে বিক্রির উদ্দেশে মজুত করতে গিয়ে এসব পেঁয়াজ পচে গেছে বলে অভিযোগ ক্যাবের।  বাজারে পেঁয়াজের কেজি যখন আড়াইশ টাকা, তখন নুরুল ইসলাম এবং দ্বীন ইসলাম নামে দু’ভাই খাতুনগঞ্জ থেকে প্রতি বস্তা পেঁয়াজ কিনছে ১০০ টাকা দরে। তবে বস্তার বেশির ভাগ পেঁয়াজ'ই পঁচা। কিছুটা লাভের আশায় পচা পেঁয়াজ কিনলেও কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে।

এ বিষয়ে তারা জানান, আঠারো বস্তা পেঁয়াজ কিনে এনেছি। তিন বস্তা পচে গেছে যা আমরা ফেলে দিয়েছি। 

অপরদিকে, খাতুনগঞ্জে বিভিন্ন গুদামে পড়ে আছে বিপুল পরিমাণ পচা পেঁয়াজ। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি, মিয়ানমার থেকে নৌপথে আমদানির সময় পানি পড়ে পেঁয়াজ নষ্ট হয়েছে। তাই তারা কম দাবে পেঁয়াজ বিক্রি করছে।  

এ বিষয়ে চট্টগ্রাম খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মার্কেটের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বলেন, মিয়ানমার থেকেই পচা পেঁয়াজ আসছে। মজুদ নাই তাই পেঁয়াজের দাম বাড়ছে। 

তবে ক্যাবের অভিযোগ প্রশাসন ও আইনশৃঙ্খলার নজরদারির অভাবে সিন্ডিকেট পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। 

এ বিষয়ে চট্টগ্রাম ক্যাবে’র এস এম নাজের হোসেন বলেন, পেঁয়াজ সংকটের মূল কারণ মজুদদারি। মজুদদারির মাধ্যমে দাম বাড়ানোর যে প্রক্রিয়া করেছিলো সেই জায়গায় প্রশাসন মজুদদারির নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নিতে পারায় আজকে পেঁয়াজের দাম বেড়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!