• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩ হাজার পরিবার পেল বাদলের খাদ্য সামগ্রী


নোয়াখালী প্রতিনিধি এপ্রিল ২, ২০২০, ০৭:১৯ পিএম
৩ হাজার পরিবার পেল বাদলের খাদ্য সামগ্রী

নোয়াখালী : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খাদ্য সংকটে পড়া নোয়াখালী কোম্পানীগঞ্জের খেটে খাওয়া দিনমজুর ও  দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এই ত্রাণ সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ করা হয়।  

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও এনজিও বসতির চেয়ারম্যান মিজানুর রহমান বাদল কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা দিনমজুর ও দুস্থ তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

কার্যাক্রমের শুরুতে উপজেলার ১নং সিরাজপুর, চরহাজারী, চরকাঁকড়া, রামপুর ও মুছাপুর ইউনিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!