• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ভোগান্তিতে নাগরিকেরা

৩২৭ পৌরসভায় ২ দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৮, ০২:১৩ পিএম
৩২৭ পৌরসভায় ২ দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

ঢাকা: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে গত ২৭ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশের ৩২৭টি পৌরসভার কর্মকর্তা কর্মচারিরা মহাসমাবেশ করে। সেই সমাবেশ থেকে ১৫ ও ১৬ জানুয়ারি দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে সোমবার সারাদেশের ৩২৭টি পৌরসভা দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছে। দুই দিনের কর্মবিরতি শেষ হবে মঙ্গলবার বিকেল ৫টায়।

জানা গেছে, সারাদেশের সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারিরা সোমবার সকাল ৯টা থেকে দাপ্তরিক কাজকর্র্ম ফেলে পৌর চত্ত¡রে অবস্থান নিয়েছে। ফলে বন্ধ হয়ে যায় পৌর নাগরিকদের সকল সেবা। এতে বিপাকে পড়েছেন সেবা নিতে আসা পৌরসভার নাগরিকেরা।

এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছে গাইবান্ধা পৌরসভা। পৌর কর্মচারি সংসদের সভাপতি অমিতাভ চক্রবর্তী রিন্টুর সভাপতিত্বে দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালনের প্রথম দিনের সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক বিপুল কুমার সাহা, গাইবান্ধা  পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মিলন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সূচনা সরকার, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য আতিয়ার রহমান, মওলা মিয়া, সাবেক সভাপতি নুরুল ইসলাম, আব্দুল আহাদ, সম্পাদক নূর হোসেন, আব্দুর রহিম আকন্দ, যুধিষ্ঠির চন্দ্র সরকার প্রমূখ। বক্তারা অবিলম্বে দেশের ৩২৭টি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারিদের এক দফা দাবি মেনে নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের আহবান জানান।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!