• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা ১০ অক্টোবর


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩, ২০১৮, ০২:১০ পিএম
৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা ১০ অক্টোবর

ঢাকা : ৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ১০ অক্টোবর শুরু হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। শেষ ২৬ নভেম্বর। মৌখিক পরীক্ষা প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে পিএসসির আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার(২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে তার পরীক্ষা আর নেওয়া হবে না। একইসঙ্গে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
 
পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্রে উল্লিখিত কাগজপত্র, সাক্ষাৎকারপত্রসহ প্রার্থীরা পিএসসি কার্যালয়ে উপস্থিত হবেন। এসব কাগজপত্রের একটি করে সত্যায়িত কপি মৌখিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সাক্ষাৎকার বোর্ডে জমা দিতে হবে।
 
শুধুমাত্র চিকিৎসক নিয়োগ দিতে ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

সোনালীনিউজ/আরজে

Wordbridge School
Link copied!