• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৪.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো চীন


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১২, ২০২০, ০৮:১৯ পিএম
৪.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো চীন

ফাইল ছবি

ঢাকা: চীনের বেজিং থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে এই তাংশান-এ ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভ-এর তরফ থেকে বলা হয়েছে, ১৯৭৬ সালে চীনে যে ভূমিকম্প হয়েছিল, তার সঙ্গে তুলনা চলতে পারে এই ভূমিকম্পের।

তবে চীনের সেসমোলজিক্যাল অথরিটি জানিয়েছে, চীনের আজকের ভূমিকম্পের মাত্রা ৫.১।

উল্লেখ্য, এবার মার্চ মাস থেকেই একের পর এক ভূমিকম্প ঘটেই চলেছে চীনে। মার্চে নেপাল সীমান্তের কাছে তিব্বতে হয় বিধ্বংসী ভূমিকম্প। এরপরই মে মাসে দক্ষিণ-পশ্চিম চীনের উন্নানে ভূমিকম্প হয়। তাতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১৩ জন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!