• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪৯৩ তে ভারতের ইনিংস ঘোষণা, নেমেই আউট ইমরুল


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৬, ২০১৯, ১০:৩৭ এএম
৪৯৩ তে ভারতের ইনিংস ঘোষণা, নেমেই আউট ইমরুল

ঢাকা : আগের দিনের ৬ উইকেটে ৪৯৩ রানেই ইনিংস ঘোষণা করেছে ভারত। এতেই ৩৪৩ রানের লিড নিয়েছে তারা। ফলে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সাদমান ইসলাম দিনের খেলা শুরু করেছেন। কিন্তু ব্যক্তিগত ৬ রানের মাথায় পরিস্কার বোল্ড আউট হয়ে ফিরে যান ইমরুল কায়েস।

এর আগে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হন টাইগাররা।

পরে মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩ রানের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৩ রানের পাহাড় গড়ে ভারত।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০

ভারত ১ম ইনিংস: ১১৪ ওভারে ৪৯৩/৬ (মায়াঙ্ক ২৪৩, রোহিত ৬, পুজারা ৫৪, কোহলি ০, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; ইবাদত ৩১-৫-১১৫-১, আবু জায়েদ ২৫-৩-১০৮-৪, তাইজুল ২৮-৪-১২০-০, মিরাজ ২৭-০-১২৫-১, মাহমুদউল্লাহ ৩-০-২৪-০)।

সোনালীনিউজ/এএস

 

Wordbridge School
Link copied!