• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫ জনকে বাঁচার আশা দিয়ে চলে গেল শিশুটি


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২১, ২০১৯, ০১:২৭ পিএম
৫ জনকে বাঁচার আশা দিয়ে চলে গেল শিশুটি

ঢাকা: ১০ বছরের শিশু সেলিন সেবেসি। বাড়ি তুরস্কের বালাকেসির উত্তর-পশ্চিমপ্রদেশে। একটি গোলাগুলির ঘটনায় গত রোববার (১৮ আগস্ট) মারা যায় সে। 

মারা যাওয়ার পর তার দেহের বিভিন্ন অংশ দান করার সিদ্ধান্ত নিয়েছে তার বাবা-মা। যার মাধ্যমে পাঁচটি শিশু পাবে নতুন জীবন। খবর হুরিয়েত ডেইলি নিউজের।

বালাকেসির এরডেক জেলার একটি বিনোদনকেন্দ্রে দুই ব্যক্তির মধ্যে বাকিবিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই শিশুটি মারা যায়।

সেবেসির বাবা-মা জানান, আমাদের মেয়েটি কোনো কারণ ছাড়াই জীবন দিয়েছে। আমরা আমাদের মেয়ের অরগ্যানগুলো দান করার সিদ্ধান্ত নিয়েছে। যার মাধ্যমে আরও পাঁচটি শিশু নতুন জীবন পাবে।

তাদের এ সিদ্ধান্তের পর সেলিনের হার্ট, লাঙ্গস, কিডনি, লিভার এবং কর্নিয়া সার্জারির মাধ্যমে বের করে বান্দর্মা স্টেট হাসপাতালে সংরক্ষণ করে রাখা হয়েছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!