• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৫০০ টাকায় অফিস ম্যানেজমেন্ট কোর্স আইসিটি ক্যারিয়ারে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৯, ২০১৭, ০৭:১১ পিএম
৫০০ টাকায় অফিস ম্যানেজমেন্ট কোর্স আইসিটি ক্যারিয়ারে

ঢাকা: ২০১৭ সালের শেষ দিন (৩১ ডিসেম্বর) ও ২০১৮ সালের শুরু (১ জানুয়ারি) এই দুইদিন সর্বোচ্চ ৫০ জনকে মাত্র পাঁচশত টাকায় দুই মাস মেয়াদী অফিস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে আইসিটি ক্যারিয়ার।

এছাড়া ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী প্রশিক্ষণার্থীদের নববর্ষ উপলক্ষে মাত্র ৩ হাজার টাকায় গ্রাফিক্স/ওয়েব ডিজাইন শেখাবে আইসিটি ক্যারিয়ার। দুই মাস মেয়াদী গ্রাফিক্স/ওয়েব ডিজাইন কোর্স সম্পন্ন করে একজন প্রশিক্ষণার্থী যাতে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণে জোর দেয়া হবে।

এছাড়া হার্ডওয়্যার/নেটওয়ার্কিং/ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট/পিএইচপি/ওয়ার্ডপ্রেস/জুমলা/ সি পোগ্রামিং/জাভা/  অটোক্যাড/একাউন্টিং সফটওয়্যার ট্যালি/থ্রিডি স্টুডিও ম্যাক্স/স্কেচ আপ/শর্টহ্যান্ড/১ বছর মেয়াদী ডিপ্লোমা/৬ মাস মেয়াদী ডিপ্লোমা সহ অন্যান্য কোর্সে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে।

আইসিটি ক্যারিয়ার এর স্বত্বাধিকারী এহছান খান জানান, আমরা ২০১৭ সালের শেষ দিন (৩১ ডিসেম্বর) ও ২০১৮ সালের শুরু (১ জানুয়ারি) এই দুই দিন অনধিক ৫০ জনকে ৫০০ টাকায় দুই মাস মেয়াদী অফিস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির সুযোগ, অনধিক ৫০ জনকে ৩ হাজার টাকায় দুই মাস মেয়াদী গ্রাফিক্স ডিজাইন/পিসি হার্ডওয়্যার মেইনটেন্যান্স/বেসিক ওয়েব ডিজাইন কোর্সগুলো করার সুযোগ দিচ্ছি।

আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে আইসিটি ক্যারিয়ার, কনকর্ড টাওয়ার, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাটাবন ঢাকা-এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। মোবাইল ফোনে: ১৭১২৯১১৫৬৯ ও ০১৬২৬০৩২৭৭১

নাছিমা এনাম ফাউন্ডেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে আইসিটি ক্যারিয়ার। তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের ক্ষেত্রে বিগত ১০ বছর ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত দশ হাজার প্রশিক্ষণার্থীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়েছে আইসিটি ক্যারিয়ার।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!