• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫৯ এএসপি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি


নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০১৯, ০৬:২৯ পিএম
৫৯ এএসপি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি

ঢাকা: বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৫৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি কর্মকর্তাদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বুধবার (২০ মার্চ) স্বাক্ষরিত এ-সংক্রান্ত  এক প্রজ্ঞাপনে এ কথা জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, নরসিংদী সদরের সহকারী পুলিশ সুপার মেসবাহ উদ্দিনকে রায়পুরার সদর সার্কেলে বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর সার্কেলের রাজিবুল ইসলামকে সিরাজদিখান সার্কেলে, গাজীপুরের সদর সার্কেলের শাহ কামালকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), মানিকগঞ্জ সদর সার্কেলের জ্যোতির্ময় সাহাকে ডিএমপিতে, টাঙ্গাইল সদর সার্কেলের রাসেল মনিরকে কালিহাতি সার্কেলে, ফরিদপুর সদর সার্কেলের আনিসুজ্জামানকে মধুখালী সার্কেলে, মাদারীপুর সদর সার্কেলের আবির হোসেনকে শিবচর সার্কেলে, রাজবাড়ী সদর সার্কেলের লাবীব আবদুল্লাহকে পাংশা সার্কেলে, জামালপুর সদর সার্কেলের আবদুল করিমকে ট্যুরিস্ট পুলিশে, শেরপুর সদর সার্কেলের রেজওয়ান দীপুকে কিশোরগঞ্জের ভৈরব সার্কেলে বদলি করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুল হক সজিবকে করিমগঞ্জ সার্কেলে, নেত্রকোনা সদর সার্কেলের সাজ্জাদ হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, চট্টগ্রাম সদর সার্কেলের মফিজুর রহমানকে ডিএমপিতে, কক্সবাজার সদর সার্কেলের মু. সাইফুল ইসলামকে খাগড়াছড়ির মানিকছড়ি সার্কেলে, রাঙ্গামাটি সদর সার্কেলের ইউসুফ সিদ্দিকীকে নৌ পুলিশে, বান্দারবান সদর সার্কেলের মারুফা নাজনীনকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলে, খাগড়াছড়ি সদর সার্কেলের মোহাম্মদ আবদুল আউয়াল চৌধুরীকে চট্টগ্রামের নবম আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), ফেনী সদর সার্কেলের খালেদ হোসেনকে ফেনীর জেলা পুলিশের বিশেষ শাখা ডিএসবিতে, কুমিল্লা সদর সার্কেলের আমিরুল্লাহকে দেবীদ্বার সার্কেলে, চাঁদপুর সদর সার্কেলের শাকিলা ইয়াসমিন সূচনাকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

সিলেট সদর সার্কেলের এস এম জহিরুল ইসলামকে ঢাকার দোহার সার্কেলে, হবিগঞ্জ সদর সার্কেলের নাজিম উদ্দিনকে মাধবপুর সার্কেলে, মৌলভীবাজার সদর সার্কেলের মাহমুদুল হাসান চৌধুরীকে সুনামগঞ্জের জগন্নাথপুর সার্কেলে, সুনামগঞ্জ সদর সার্কেলের মিজানুর রহমানকে ডিএমপিতে, সাতক্ষীরা সদর সার্কেলের হুমায়ুন কবিরকে তালা সার্কেলে, বাগেরহাট সদর সার্কেলের আসিফ ইকবালকে মংলা সার্কেলে, যশোর সদর সার্কেলের জুয়েল রানাকে নাভারণ সার্কেলে, মাগুরা সদর সার্কেলের ছয়রুদ্দীনকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে, নড়াইল সদর সার্কেলের জালাল উদ্দিনকে খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে, ঝিনাইদহ সদর সার্কেলের আল মামুনকে গাজীপুরের কালিয়াকৈর সার্কেলে বদলি করা হয়েছে।

কুষ্টিয়া সদর সার্কেলের সাইফুল ইসলামকে সাতক্ষীরার ডিএসবিতে, চুয়াডাঙ্গা সদর সার্কেলের মোহাম্মদ আহসান হাবীবকে নৌপুলিশে, মেহেরপুর সদর সার্কেলের লিয়াকত হোসেনকে রেলওয়ে পুলিশে, পিরোজপুর সদর সার্কেলের রিয়াজ হোসেনকে পিরোজপুরের নেছারাবাদ সার্কেলে, ভোলা সদর সার্কেলের শেখ সাব্বির হোসেনকে চরফ্যাশন সার্কেলে, ঝালকাঠি সদর সার্কেলের হাফিজুর রহমানকে ডিএমপিতে, পটুয়াখালী সদর সার্কেলের  শোভন চন্দ্র হোড়কে ডিএমপিতে, বরগুনা সদর সার্কেলের মেহেদী হাসানকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি), রাজশাহী সদর সার্কেলের আবদুর রাজ্জাক খানকে গোদাগাড়ী সার্কেলে, নওগাঁ সদর সার্কেলের মতিয়ার রহমানকে মান্দা সার্কেলে বদলি করা হয়েছে।

নাটোর সদর সার্কেলের আবু হায়দার মো. ফয়জুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমীতে (সারদায়), চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলে সাকিব হোসাইনকে রাজশাহী ডিআইজি রেঞ্জের কার্যালয়ে, বগুড়া সদর সার্কেলের কুদরত ই খুদা শুভকে শিবগঞ্জ সার্কেলে, জয়পুরহাট সদর সার্কেলের আবু হেনা মোস্তফা কামালকে ট্যুরিস্ট পুলিশে, সিরাজগঞ্জ সদর সার্কেলের মজনুর রহমানকে রেলওয়ে পুলিশে, রংপুর সদর সার্কেলের আরমান হোসেনকে রংপুরের সি সার্কেলে, নীলফামীর সদর সার্কেলের এএইচএম মাহফুজুর রহমানকে কুড়িগ্রাম রৌমারী সার্কেলে, গাইবান্ধা সদর সার্কেলের কে এন রায় নিয়তিকে ডিএমপিতে, লালমনিরহাট সদর সার্কেলের আমিনুল ইসলামকে পুলিশ ব্যুরো ইনভেশটিগেশনে (পিবিআই) এবং দিনাজপুর সদর সার্কেলের জামিল আকতাকে নাটোরের সিংড়া সার্কেলে বদলি করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর সার্কেলের মোস্তাফিজুর রহমানকে রানীশংকৈল সার্কেলে, পঞ্চগড় সদর সার্কেলের তৌহিদ উদ দৌলা লুপমকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সার্কেলে, গাজীপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কাজী মাহফুজুল করিমকে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুরের  ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের ইউনুস আলী মিয়াকে সারদায়, কক্সবাজার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সাইকুল আহম্মেদ ভূঁইয়াকে ফেনীর সোনাগাজী সার্কেলে, বগুড়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের হেলেনা আকতারকে বগুড়ার চতুর্থ এপিবিএনে, লালমনিরহাট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের তৌফিকুল ইসলামকে বগুড়া চতুর্থ এপিবিএনে, দিনাজপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের আরিফুজ্জমানকে রংপুর মহানগর পুলিশে (আরএমপি) এবং বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের গোলাম মোহাম্মদকে বাংলাদেশ নৌপুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!