• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬ হাজারি ক্লাবে এবার মুশফিক


ক্রীড়া প্রতিবেদক জুন ৮, ২০১৬, ০৩:৩৫ পিএম
৬ হাজারি ক্লাবে এবার মুশফিক

দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে এই মাইলফলকে পৌঁছান তিনি।

বুধবার ৬ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ১৮ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম। তার সংগ্রহ ছিল ৫ হাজার ৯৮২ রান। মুশফিক এই রান ইনিংসের ১৩তম ওভারে তুলে নিতে সক্ষম হন। পেসার মুক্তার আলীর বলে ডিপ কাভারের দিকে বলটি ঠেলে দিয়ে সিঙ্গেল তুলে নিয়ে এই মাইলফলকে পৌঁছান ডানহাতি এই উইকেট কিপার ব্যাটসম্যান। ২০ বলে ২৮ রান নিয়ে ব্যাটিং করছেন মুশফিক।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত তার সংগ্রহ ৬ হাজার। ২১৯ ম্যাচ খেলে ৭ সেঞ্চুরি ও ৩৬ হাফসেঞ্চুরিতে এই সংগ্রহ করেন মুশফিক।

এছাড়া ৫ হাজার ৩২৪ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে চতুর্থ অবস্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৫ হাজার ১৩০ রান)। পঞ্চম অবস্থানে আছেন মোহাম্মদ আশরাফুল (৪ হাজার ৬৭১ রান)।

এর আগে চলতি মৌসুমে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। তার বর্তমান সংগ্রহ ৬১৭২ রান।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!