• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৭ ঘণ্টা পর শাহজালালে বিমান চলাচল শুরু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২০, ০১:১৯ পিএম
৭ ঘণ্টা পর শাহজালালে বিমান চলাচল শুরু

ঢাকা : ঘন কুয়াশায় কারণে দৃষ্টিসীমা কমে আসায় বুধবার দিবাগত রাত ৩টা থেকে ঢাকা বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ ছিল। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ১০ টা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিমানবন্দরের উপপরিচালক বেনী মাধব বিশ্বাস জানান, কুয়াশা কমে আসায় সকাল ৯টা ৫১ মিনিটে বিমান চলাচল শুরু হয়েছে। এসময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান চীনের গাংঝু উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে।

এর আগে, ঘন কুয়াশায় কারণে দৃষ্টিসীমা কমে আসায় বুধবার দিবাগত রাত ৩টা থেকে ঢাকা বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ এসময় দুটি ফ্লাইট ঢাকায় অবতরণ করাতে না পেরে অন্যত্র অবতরণ করায়। এরমধ্যে একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

প্রসঙ্গত, শীতকালে ঘন কুয়াশার কারণে রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) কমে আসায় প্রায়ই দেশের বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!