• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৭ হাজারেরও বেশি শিক্ষক উচ্চতর গ্রেড পাচ্ছেন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৫:৪২ পিএম
৭ হাজারেরও বেশি শিক্ষক উচ্চতর গ্রেড পাচ্ছেন

ঢাকা: ৭ হাজারেরও বেশি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক উচ্চতর গ্রেড পাচ্ছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এমপিও কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চতর গ্রেডের জন্য সুপারিশ করা হয় ৭ হাজারের বেশি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষককে। বদলি এমপিও সুপারিশ করা হয়েছে ২০৫ জন শিক্ষকের। পদোন্নতির সুপারিশ করা হয়েছে ২৯০ জনকে। এছাড়া এরিয়ার বেতনের সুপারিশ পেলেন ৩০৭ জন শিক্ষক। বৈঠকে মোট ১০ হাজার স্কুল এবং ৮০০ কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নতুন এমপিও পাচ্ছেন ২ হাজার ৩২ জন শিক্ষক। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক রয়েছেন ১ হাজার ৫১৬ এবং কলেজ পর্যায়ের শিক্ষক রয়েছেন ৫১৬ জন।

ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আমিনুর রশিদ মোমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীসহ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!