• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭২ তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ী তালিকা দেখে নিন


বিনোদন ডেস্ক মে ২৬, ২০১৯, ১১:৩৮ এএম
৭২ তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ী তালিকা দেখে নিন

ঢাকা: বিশ্বের জৌলুসময় আর প্রাচীন চলচ্চিত্র উৎসব কান। এই উৎসবের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকেন সিনেমাপ্রেমিরা, উৎসবের সেরা পুরস্কারটি যাচ্ছে কার ভাগ্যে যায় তা জানার জন্য।

শনিবার দিবাগত রাত বাংলাদেশ সময় সোয়া ১১টা থেকে শুরু হয় কানের ৭২ তম আসরের সমাপনী অনুষ্ঠান। প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুসহ মোট ৯ জন বিচারকের উপস্থিতিতে স্বর্ণপাম ও অন্যান্য বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ৭২ তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ী তালিকা দেখে নিন।

পাম দ’র: প্যারাসাইট (বং জুন-হো)
গ্র্যান্ড প্রিক্স: আটলান্টিকস, (মাতি দিওপ)
জুরি প্রাইজ: লা মিজারেবল (লাজ লি) ও বাকুরাউ (ক্লেবার মেনদোনসা ফিলো ও জুলিয়ানো দোরনেলেস)
সেরা অভিনেত্রী: এমিলি মেচাম (লিটিল জো)
সেরা অভিনেতা: অ্যান্তোনিও বান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি)
সেরা নির্মাতা: জ্যঁ-পিয়ের এবং লুক দারদেন (দ্য ইয়ং আহমেদ)
সেরা চিত্রনাট্যকার: সেলিন সিয়ামা (পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার)
জুরি স্পেশাল মেনশন: ইট মাস্ট বি হ্যাভেন (ইলিয়া সুলেমান)
ক্যামেরা দ’র: আওয়ার মাদার্স (সিজার দিয়াজ)
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ডিস্ট্যান্স বিটউইন আস অ্যান্ড দ্য স্কাই (ভাসিলিস কেকাতোস)
জুরি স্পেশাল মেনশন(স্বল্পদৈর্ঘ্য): মনসত্রুও দিওস, (অগাস্তিনা স্যান)
কুইর পাম (ফিচার): পোট্রেট অব অ্যা লেডি অন ফায়ার (সেলিন সিয়ামা)
কুইর পাম (স্বল্পদৈর্ঘ্য): দ্য ডিস্ট্যান্স বিটউইন আস অ্যান্ড দ্য স্কাই (ভাসিলিস কেকাতোস)


সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!