• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৮ জানুয়ারি ৩৬তম বিসিএস পরীক্ষা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০১৬, ০৮:২৬ পিএম
৮ জানুয়ারি ৩৬তম বিসিএস পরীক্ষা

সোনালীনিউজ ডেস্ক

৩৬তম বিসিএসের আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে আসন বিন্যাস, সময়সূচি ও নির্দেশনাবলী প্রকাশ করা হয়।
এবার সব ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে পরীক্ষার হলে ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করেছে কমিশন।
পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে বলে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৩৬তম বিসিএসে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
এর মধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

Wordbridge School
Link copied!