• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৮ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশন শুরু


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০২০, ০৯:২২ পিএম
৮ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশন শুরু

ফাইল ছবি

ঢাকা : মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন আগামী ৮ নভেম্বর শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের ১০ম অধিবেশন ২০২০ খ্রিস্টাব্দের ৫ম বিশেষ অধিবেশন আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার (২১ অক্টোবর) সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।

এর আগে ৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়। সংক্ষিপ্ত এ অধিবেশনের কার্যদিবস ছিল পাঁচটি। আর আইন পাস হয়েছে ছয়টি।

সাংবিধান অনুযায়ী এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!