• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৯/১১ তারিখে-রাত ৯টা ১১ মিনিটে শিশুর জন্ম


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৩:৫০ পিএম
৯/১১ তারিখে-রাত ৯টা ১১ মিনিটে শিশুর জন্ম

ঢাকা: শিরোনাম দেখে সবাই অবাকেই হবেন। আসনে যারা সংখ্যাতত্ত্ব সম্পর্কে টুকটাক জানেন, তারা হয়ত ধারণা করতে পারবেন শিশুটির জন্মে গণিতের এই অদ্ভুত মিলের কারণ! যুক্তরাষ্ট্রের টেনেসির জার্মান টাউনে এক মা জন্ম দিয়েছেন কন্যা সন্তান। 

মেথডস্টি লেনবনহার হসপিটালে জন্ম নেওয়া সেই শিশুর জন্ম সেপ্টেম্বরের এগারো তারিখে, যেটি ৯/১১’র হামলা-শোকের জন্য পরিচিত। শিশুটির জন্ম সময় রাত ৯টা ১১ মিনিটে। আর কাকতাল এতেই শেষ নয়, শিশুর ওজনও ৯ পাউন্ড ১১ আউন্স।

ক্রিশ্চিনা ব্রাউন নামে শিশুটিকে ডাকা হচ্ছে মিরাকল বেবি নামে। শিশুটির মা কেমেত্রুনি মোর-ব্রাউন তার মেয়ের জন্ম নিয়ে বলেন, ধ্বংসের মাঝে ও নতুন প্রাণ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯/১১) মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের বিমান হামলায় মারা যায় প্রায় ৩ হাজার মানুষ। এবছর পালিত হলো হামলার ১৮ বছর। শোক-শ্রদ্ধা-স্মরণে মার্কিনিরা দিনটি পালন করেছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!