• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‍‍`অপরাজেয় মুজিব‍‍` স্মরণিকার মোড়ক উন্মোচন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২০, ০৫:১২ পিএম
‍‍`অপরাজেয় মুজিব‍‍` স্মরণিকার মোড়ক উন্মোচন

ছবি: প্রতিনিধি

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত 'অপরাজেয় মুজিব' স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম হলে এ মোড়ক উন্মোচন হয়।

অনুষ্ঠানে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা- ৬ আসনের সাংসদ এডভোকেট কাজী ফিরোজ রশীদ, পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. ইফফাত আরা, গভর্নিং বডির সদস্য গাজী সারোয়ার হোসেন বাবু, হাজী মো. সেলিম, আইয়ুব আলী খান, ড. মো. ইউনুস আলী আকন্দ, ডা. মো. শফিকুর রহমান, ডা. মিজানুর রহমান কল্লোল, ডা. মাকসুদুল আলম, অধ্যাপিকা ডা. ওয়ানাইজা রহমান, ডা. বিমল কুমার আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে.এম. আমিনুল হক সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন ডা. শাশ্বত ধর সম্রাট। 

অনুষ্ঠানে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, 'বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা পেয়েছি। আর বাঙ্গালী জাতির যত অর্জন সব কিছুই বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে। বঙ্গবন্ধু অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার লক্ষ্যে বঙ্গকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে অনুসরণ করুন।' 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট কাজী ফিরোজ রশীদ বলেন, 'বঙ্গবন্ধু এই জাতিকে শুধু স্বাধীনতার স্বপ্ন দেখান নি। বরং তিনি এদেশকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন করেছি। যুদ্ধ শেষে বঙ্গবন্ধুর পায়ে নিচে অস্ত্র জমা দিয়ে দেশ গঠনে কাজ শুরু করি।'

মোড়ক উন্মোচন শেষে এডভোকেট কাজী ফিরোজ রশীদ হাসপাতালের জরুরি বিভাগ, চেস্ট পেইন ইউনিট (সিপিইউ), পোস্ট অপারেটিভ ওয়ার্ড উদ্বোধন করেন। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!