• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‍‍`এরকম একটি মুহূর্তের সাক্ষী হওয়াটা মেনে নিতে পারছি না‍‍`


ইফতেখায়রুল ইসলাম জুন ৫, ২০১৯, ০২:৩৩ পিএম
‍‍`এরকম একটি মুহূর্তের সাক্ষী হওয়াটা মেনে নিতে পারছি না‍‍`

 মালিবাগ রেইলগেটে একটা মানুষ ট্রেনের ধাক্কা খেয়ে পড়ে আছে, অনেক লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন!

খবর পেয়ে সামনে এগিয়ে যেতেই দেখলাম এক বোন আর দুই ভাই চেষ্টা করছে অজ্ঞাত ভাইটিকে কোলে তুলে নিতে! এত মানুষের ভিড়ে ৩ জন সত্যিকারের মানুষের সাথে আমি ও আমার দুই সহকর্মী ও দুই ছোট ভাই একটু মানুষ হওয়ার চেষ্টায় দৌঁড়ে এগিয়ে গেলাম! ওয়্যারলেসের সহায়তায় কন্ট্রোলকে জানালাম লোকাল একটা পুলিশ টিম পাঠানোর জন্য! কিন্তু আমরা একটি মুহূর্তও দেরি করতে চাচ্ছিলাম না!

একটি সিএনজি ঠিক করে আমার সহকর্মীকে সাথে পাঠানোর সময় লোকাল পুলিশ টিম চলে আসে! তারা আসতে সময় নেয় মাত্র দুই মিনিট! অজ্ঞাত ভাইটিকে ঢাকা মেডিকেলে পাঠানোর পর, কাজ সেরে হাসপাতালে থাকা আমাদের পুলিশ সদস্যকে ফোন করে জানলাম ভাইটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন!
ঈদের আগের দিন রাতে এরকম একটি মুহূর্তের সাক্ষী হওয়াটা মেনে নিতে পারছি না।

কোন মায়ের বুক খালি হলো কে জানে! অজ্ঞাত পরিচয়ের ভাইটির আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ আমাদের সকলকে রহম করুন।

লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী।

(ফেসবুক থেকে সংগৃহীত)

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!