ফাইল ছবি
ঢাকা: বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স নবায়ন ফি বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ ফি ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (এফইপিডি-২) থেকে ১২ জানুয়ারি জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়। যাতে ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এফইপিডি-২–এর পরিচালক মোনোয়ার উদ্দিন আহমেদের স্বাক্ষর করেন।
সার্কুলার অনুযায়ী, সংশোধিত ফি আগামী ১৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।
এর আগে, ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি জারি করা এফই সার্কুলার নং ০৩/২০০২ অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের প্রতি বছর ৫ হাজার টাকা করে অ ফেরতযোগ্য নবায়ন ফি পরিশোধ করতে হতো।
সর্বশেষ সার্কুলারে ওই বিধান সংশোধন করে নবায়ন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে লাইসেন্স নবায়নের অন্যান্য সব শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে।
এই নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব অনুমোদিত ডিলার ও লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহক ও স্টেকহোল্ডারদের অবহিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :