ফাইল ছবি
ঢাকা: উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য গানম্যান নিয়োজিত করার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সার্কুলারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান থাকায় তার ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য গানম্যান নিয়োজিত করা ও বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ নিয়োজিতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ঢাকা:
আপনার মতামত লিখুন :