ফাইল ছবি
ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
শুক্রবার (৯ জানুয়ারি) কঠোর ভাষায় দেওয়া এক ভাষণে খামেনি বলেন, তথাকথিত ‘১২ দিনের যুদ্ধ’-এ এক হাজারের বেশি ইরানির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দায়ী। নিহতদের মধ্যে সাধারণ নাগরিকদের পাশাপাশি কমান্ডার, বিজ্ঞানী ও শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও ছিলেন বলে ভাষণে তিনি উল্লেখ করেন।
খামেনি ট্রাম্পের নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, সংঘাতের সময় তিনি ‘আদেশ দিয়েছিলেন’—এমন মন্তব্য কার্যত দায় স্বীকারের শামিল। খামেনির ভাষায়, ‘তিনি বলেন, তিনি ইরানি জাতির পক্ষে। অথচ তার হাত ইরানিদের রক্তে রঞ্জিত।’ এ ধরনের বক্তব্যকে তিনি প্রতারণামূলক বলে উড়িয়ে দেন।
ভাষণে খামেনি ‘দাঙ্গাবাজ’ ও ‘ভাঙচুরকারীদের’ বিরুদ্ধেও সতর্ক করেন। তার দাবি, তেহরানসহ বিভিন্ন শহরে জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে কিছু মানুষ ওয়াশিংটনের মন জোগানোর চেষ্টা করছে।
তিনি অভিযোগ করেন, কেউ কেউ ‘আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে’ কাজ করছে, যা বিদেশি স্বার্থে সেবা দেওয়ার শামিল। খামেনি বলেন, ‘আমাদের জাতি বিদেশিদের জন্য ভাড়াটে মানসিকতা মেনে নেয় না।’
বিদেশি শক্তির সঙ্গে নিজেদের যুক্ত করা ব্যক্তিদের ইরানি জনগণ প্রত্যাখ্যান করে বলেও তিনি মন্তব্য করেন।
পিএস
আপনার মতামত লিখুন :