বিক্ষোভ দমনের পর ইরানে চলছে ‘গণগ্রেফতার’

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:১৬ এএম
বিক্ষোভ দমনের পর ইরানে চলছে ‘গণগ্রেফতার’

ছবি : সংগৃহীত

ঢাকা: ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা কাটিয়ে উঠতে না উঠতেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক গণগ্রেফতার।

নতুন করে কোনো বিক্ষোভ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সাম্প্রতিক দিনগুলোতে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রয়টার্স ইরানের অভ্যন্তরে থাকা পাঁচ মানবাধিকার কর্মীর বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের অনেককেই পরিচয় গোপন রাখা ‘সেফ হাউস’ বা গোপন কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আইনজীবী, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতদের সংখ্যা এতই বেশি যে নিয়মিত কারাগারগুলোতে জায়গা সংকুলান হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, অনেক বন্দিকে গুদামঘর বা বিভিন্ন অস্থায়ী বন্দিশালায় রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দেশটির বিচার বিভাগকে অত্যন্ত দ্রুততার সঙ্গে আটককৃতদের মামলাগুলো প্রক্রিয়া করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত জনমনে আতঙ্ক সৃষ্টি করে নতুন কোনো গণঅভ্যুত্থান ঠেকানোই এই ব্যাপক অভিযানের মূল লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এসআই

Link copied!