ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় ইসি ভবনে এই শুনানি কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ১৪১ নম্বর থেকে ২১০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। এসব শুনানিতে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের যুক্তি ও অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
এর আগে শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ৫১টি আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা একটি আপিলও মঞ্জুর করা হয়। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিন ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানিতে আরও ৭০টি আপিলের নিষ্পত্তি করে ইসি। এর মধ্যে ৫৭ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়। এছাড়া ৭টি আপিল নামঞ্জুর এবং ৬টি আবেদন পেন্ডিং রাখা হয়। পেন্ডিং থাকা প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এদিন মুন্সীগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই আপিল শুনানি শেষ করে নির্বাচনী কার্যক্রমের পরবর্তী ধাপে যাওয়া হবে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এম
আপনার মতামত লিখুন :