আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করলেও, সেই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা কম বলেই জানা গেছে।
আইসিসি সূত্রে জানা যায়, শ্রীলঙ্কার পরিবর্তে ভারতের মধ্যেই বিকল্প ভেন্যু খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাথমিক যোগাযোগ করেছে আইসিসি। সম্ভাব্য ভেন্যু হিসেবে চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এম চিদাম্বরম স্টেডিয়াম এবং থিরুভানান্থাপুরমের স্টেডিয়ামকে বিবেচনায় রাখা হচ্ছে।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমানে আটটি পিচ প্রস্তুত রয়েছে, যা অতিরিক্ত ম্যাচ আয়োজনের জন্য সুবিধাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে আইসিসির কাছে চেন্নাই একটি শক্ত বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে—৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
বিসিবি এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে দুই দফা আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়।
আইসিসি শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে টুর্নামেন্ট শুরুর আর বেশি সময় না থাকায় লজিস্টিক জটিলতার কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে বাংলাদেশের ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্তের অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।
এম
আপনার মতামত লিখুন :